ঐতিহ্যবাহী রংপুর প্রেসক্লাবে বেআইনীভাবে নিয়োগ করা প্রশাসক প্রত্যাহার ও ১৯ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জেলা প্রশাসক ও সমাজসেবা কার্যালয় ঘেরাও কর্মসূচীর ঘোষণা দিয়েছে সাংবাদিক ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন। সোমবার (৩ ফেব্রুয়ারী) সকালে প্রেসক্লাব প্রাঙ্গনে সিনিয়র সাংবাদিক আরিফুল হক রুজু’র সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন, জেলা বিএনপি নেতা ফজলুর রহমান বাদল, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোঃ নুরুজ্জামান, মানবাধিকার সংগঠক মোজাক্কের হোসেন মঞ্জু, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লিটন পারভেজ, জাসদ নেতা মিরাজুন নবী মিলন, বাসদ নেতা মমিনুল ইসলাম, প্রজন্ম একাত্তর কেন্দ্রীয় কমিটির নেতা দেবদাস ঘোষ দেবু, রংপুর আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রেপিট, একাত্তর গণতান্ত্রিক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সাজুসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রংপুর প্রেসক্লাব পরিচালিত হলেও সমাজসেবা অধিদপ্তর অবৈধভাবে প্রশাসক নিয়োগ ও দপ্তরের দূর্নীতি ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে তাদের কন্ঠরোধ করার চেষ্টা করছে। এসব অপচেষ্টা বন্ধ না হলে অবিলম্বে রংপুরবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। মানববন্ধনে রংপুরের ৮ উপজেলার সাংবাদিক সংগঠনসহ ৩৫টি সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।