ঢাকা- রংপুর মহাসড়কের পীরগঞ্জে মোটরসাইকেলের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন নিতহ ও ২ আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জামতলা নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাঁচগাছি ইউনিয়নের কদমতলী বাজারের আতোয়ারের ছেলে মুজাহিদ (১৭) এবং উপজেলার ওসমান পুরের আব্দুল কুদ্দুসের ছেলে ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বয়ক আনিসুর রহমান রান (৩৫)। আহতরা হলেন, উপজেলার ওসমানপুরের মৃত হুজুর আলীর ছেলে রেজাউল (৪২) ও পাঁচগাছি উপির কদমতলী বাজারের আমিনুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (৩০)।
গতকাল পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, বর্ণিত স্থানে ২টি মোটরসাইকেলে চারজন আরোহি ছিল। দু’দিক দিয়ে দু’টো মোটরসাইকেল দ্রুত গতিতে আসলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।