পার্বতীপুরে রেললাইনে সার বোঝাই ট্রাক বিকল, ৩ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ

২৭ জানুয়ারী ২০২৫, রাত ৯:০ সময়
Share Tweet Pin it
[পার্বতীপুরে রেললাইনে সার বোঝাই ট্রাক বিকল, ৩ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ]

পার্বতীপুর দিনাজপুরঃ
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনের অদূরে হলদিবাড়ি রেলগেটে ফুলবাড়ী থেকে আসা একটি ইউরিয়া সার বোঝাই ট্রাক রেললাইন পারাপারের সময় হটাৎ চাকার স্প্রীং ভেঙ্গে বিকল হয়ে পড়লে পার্বতীপুর থেকে সকল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
আজ সোমবার (২৭ জানুয়ারি ) দুপুর ১০ টার দিকে এই অচলাবস্থার ঘটনাটি ঘটে। স্থানীয়র জানান,ট্রাকটি পার্বতীপুর বাফার গোডাউনে আসার সময় মাত্রাতিরিক্ত ইউরিয়া সার নিয়ে একটি ট্রাক( ঢাকা (মেট্রো- ট, ১৮-৮৫৪৯) হলদিবাড়ি রেলগেটের রেললাইন ক্রোস করার মুুহুর্তে বিকল হয়ে পড়ে।এলাকাবাসী আরো জানান হলদিবাড়ি রেলগেটসহ দুই পাশের রাস্তা অচল অবস্থায় কারণে এ ধরনের ঘটনা হরহামেশায় ঘটছে বলে অভিযোগ করেন।
এসময় দুপুর ১টা পর্যন্ত পার্বতীপুর থেকে ঢাকা রাজশাহী ও খুলনাসহ সকল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। রেলপুলিশ রেলওয়ের নিরাপত্তা কর্মীদের প্রচেষ্টায় বিকল ট্রাকটিকে সরিয়ে নিলে রেলযোগাযোগ স্বাভাবিক হয়। রিলিফ ট্রেন ইনচার্জ হাসানুর রহমান জানান, ৩ ঘন্টার চেষ্টায় ট্রাকটিকে রেললাইন থেকে সরানো হয়েছে। রেলচলাচল স্বাভাবিক রয়েছে।