পঞ্চগড়ে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

২৫ জানুয়ারী ২০২৫, দুপুর ১০:৪৮ সময়
Share Tweet Pin it
[পঞ্চগড়ে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা]

পঞ্চগড়ে আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি থাকলে আজ তা নেমে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে।আবহাওয়া অফিসের তথ্যমতে, সর্বনিম্ন তাপমাত্রা ১০ এর নিচে নামলে ওই এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যায়। তবে দু’দিন ধরে সূর্যের মুখ দেখা যায়নি। দিনভর মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসের কারণে শীতের তীব্রতাও বেড়েছে।
মাঘের এই তীব্র শীতের কারণে জনদুর্ভোগ বেড়েছে। রিকশা-ভ্যানের চালকসহ খেটে খাওয়া মানুষের বেশি দুর্ভোগ দেখা গেছে। চরম দুর্ভোগে পড়েছেন কৃষি শ্রমিকরা।
কৃষকরা জানান, গত দুইদিন সূর্যের দেখা মেলেনি। আমাদের সকালেই সবজি ক্ষেত থেকে শাক সবজি বাজারে তুলতে হয়। কুয়াশার কারণে ১০ হাত দূরের কিছুও দেখা যায় না।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, মেঘলা আকাশে হালকা কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে শীতের প্রকোপ বেড়েছে। এমন আবহাওয়া আরও ২/৩ দিন থাকতে পারে। জানুয়ারির শেষ সপ্তাহে শীতের প্রকোপ কমতে পারে।