কুয়াশা-শীতে কাবু দিনাজপুর

২০ জানুয়ারী ২০২৫, সকাল ৯:৪১ সময়
Share Tweet Pin it

তীব্র শীতে কাবু দিনাজপুর। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত এই জেলার জনজীবন। আজ সোমবার দিনাজপুরে ১২ দশমিক ৩ ‍ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

এদিকে শীতবস্ত্রের অভাবে তীব্র শীতে চরম দুর্ভোগ পোহচ্ছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষজন।

খরকুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছেন। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বুধবার দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ৩ কিলোমিটার। বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। হিমেল বাতাসে শীত বেশি অনুভুত হচ্ছে।