রংপুর জেলা ডিবি'র অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

১৯ জানুয়ারী ২০২৫, রাত ৮:৩৭ সময়
Share Tweet Pin it
[রংপুর জেলা ডিবি'র অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক ১]

রংপুর জেলা ডিবি'র অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

১৯ জানুয়ারি দুপুরে রংপুর জেলা ডিবি'র এসআই আজিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রংপুর জেলার গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারি ইউপির পূর্ব ইচলী মৌজাস্থ পূর্ব ইচলী গ্রামের খাদিজাতুল কোবরা জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে কাঁচা রাস্তার উপরে কালীগঞ্জের দিক থেকে আসা চালকসহ তিন জন ব্যক্তি একটি পুরাতন লাল রংয়ের ১৫০ সিসি Hunk মোটরসাইকেলে আসামাত্র তাদের থামানোর জন্য সংকেত দিলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পিছনে বসা দুইজন ব্যক্তি মোটরসাইকেল থেকে লাফ দিয়ে নেমে দৌড়ে পালিয়ে যায়। আটককৃত মোটরসাইকেল চালক অভিযুক্ত

মোঃ রোমান (২৬), পিতা- কিনা মামুদ, সাং- ভিমশহর, ভেন্ডাবাড়ি, থানা-পীরগঞ্জ, জেলা- রংপুরের দেখানো মতে মোটরসাইকেলের বাম পাশে হ্যাঙ্গারে ঝোলানো একটি সাদা রংয়ের বাজার করা ব্যাগের ভিতর হতে ২০ (বিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করে। ধৃত অভিযুক্তকে পলাতক অভিযুক্তদ্বয়ের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে একজনের নাম রনি, পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা ও জেলা- লালমনিরহাট এবং অপরজনের নাম-ঠিকানা জানা নাই মর্মে জানায়। অতঃপর ধৃত অভিযুক্তকে আটক করে জব্দকৃত মালামালসহ থানায় এসে এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।