কুড়িগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাসের ধাক্কায় আব্দুস সাত্তার নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের চরাইখাল ব্রিজের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুস সাত্তার ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পাগলাহাট এলাকার বাসিন্দা। তিনি কুড়িগ্রাম আদালতের মুহুরী বলে জানা গেছে।
জানা গেছে, আজ সোমবার সকালে আব্দুস সাত্তার মোটরসাইকেল নিয়ে কুড়িগ্রাম যাওয়ার পথে নাগেশ্বরী উপজেলার চড়াইখাল ব্রিজের পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী পিংকি নামের বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।