মাঘের শীতে কাঁপছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়। তাপমাত্রার পারদ ১১ থেকে ৭ ডিগ্রির ঘরে নেমেছে।এ নিয়ে জেলার ওপর দিয়ে আবারও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এতে বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষ। তবে এদিন সকালে কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে গেছে। দেখা দিয়েছে সূর্য।
রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকনবলেন, আকাশ পরিষ্কার থাকায় আজ কমেছে কুয়াশার পরিমাণ। সঙ্গে সূর্যের মুখ দেখা গেলেও জেলায় ঠান্ডার সঙ্গে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে দেখা গেছে।