পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১১ থেকে ১২ ডিগ্রির ঘরে ওঠানামা

১৮ জানুয়ারী ২০২৫, দুপুর ১০:১২ সময়
Share Tweet Pin it

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১১ থেকে ১২ ডিগ্রির ঘরে ওঠানামা

মাঘের শীতে কাঁপছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়। তাপমাত্রার পারদ ১১ থেকে ১২ ডিগ্রির ঘরে ওঠানামা করলেও পাহাড়ি হিম বাতাস ও ঘনকুয়াশায় ঢাকা পড়ে আছে জেলার চারপাশ।

বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। এতে কনকনে ঠান্ডার তীব্রতা বাড়ায় ব্যস্ততম রাস্তাঘাটে মানুষের উপস্থিতি অনেকটা কম লক্ষ্য করা গেছে। একই সঙ্গে দিনের আলোতে বিভিন্ন যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করতে দেখা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি আকাশে মেঘ থাকায় কুয়াশার তীব্রতা বেড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকনবলেন, শনিবার সকাল ৬টায় ১২ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হলেও সকাল ৯টায় তা কমে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে ঠান্ডা বাতাসের সঙ্গে আকাশে মেঘ থাকায় কুয়াশা বেড়েছে জেলা জুড়ে।