হাতীবান্ধায় রাস্তা নিয়ে সংঘর্ষে আহত ১৮

১৭ জানুয়ারী ২০২৫, বিকাল ৬:২২ সময়
Share Tweet Pin it
[হাতীবান্ধায় রাস্তা নিয়ে সংঘর্ষে আহত ১৮]

লালমনিরহাটের হাতীবান্ধায় রাস্তা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৮ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সিংগীমারী ইউনিয়নের তেলিটারী এলাকায় এ ঘটনা ঘটে।

এতে করে প্রায় ১৮জন গুরতর আহত হয়েছে। আহতরা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন মোস্তাকিন হোসেন, মোহাম্মদ হোসেন, লালন মিয়া, সুমন হোসেন, মিঠু, লাবিব, লাভলি বেগম, বিলকিস বেগম, খাদিজা খাতুন, মাহাবুব ইসলাম, সোহাগ হোসেন, সোহান, মামুন, লিটন, তাগবির, শারমিন খাতুন ও মনি খাতুন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, 'বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।