রংপুর মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীতবস্ত্র বিতরণ
শীতকাল কারো কারো জন্য কুয়াশা-মোড়ানো ভোরে চুলোর পাশে বসে পিঠা খাওয়া। কারো জন্য ঝড়া পাতা জড়ো করে জ্বালিয়ে আগুন তাপানো। দীর্ঘ রাতে লেপ-কম্বলের ওম লাভের আনন্দ। কিন্তু যাদের নুন আনতে পান্তা ফুরোয় তাদের জন্য শীত মানে ভয়াবহ দুঃসংবাদ। শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য শীতের কাপড় তাদের জন্য যেন শত আরাধনার ধন। দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে উত্তরাঞ্চলের অনেক মানুষের এমন দৃশ্য দেখা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শীতের এই সময়ে মহানগরীর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) নগরীর সাতমাথার সবুজপাড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ ইমতি, মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, যুগ্ম সদস্য সচিব মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, যুগ্ম সদস্য সচিব হাজিম উল হক প্রমুখ।
আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ ইমতি বলেন, শীতবস্ত্র আমরা এক প্রকার বাধ্য হয়েই দিচ্ছি, আমরা এসব দিতে চাই না। আমরা চাই রংপুর অঞ্চলে বেশি বেশি কর্মসংস্থান তৈরি হোক, বিশেষ করে দরিদ্র মানুষের কাজের ব্যবস্থা হোক। যাতে করে শীতের সময় তাদের জন্য কোন সংগঠনের আশায় থাকতে না হয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, আমাদের দায়িত্ব তাদের পাশে দাড়ানো। তাই আমাদের সকলেরই উচিত মনুষ্যত্বের চর্চায় গুণান্বিত হয়ে মানবিক কাজে এগিয়ে আসা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরীর বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছে এবং তা অব্যাহত রেখেছে।
সেল সম্পাদক, দপ্তর ও প্রচার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,রংপুর মহানগর।