চিলমারীতে চরাঞ্চলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

১২ জানুয়ারী ২০২৫, বিকাল ৬:২০ সময়
Share Tweet Pin it

চিলমারীতে চরাঞ্চলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

কুড়িগ্রামের চিলমারীতে চরাঞ্চলে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। প্রতি বছর বন্যা পরবর্তী সময় চরবাসীরা এ ফসল বোনেন। সরকারি সহযোগিতা পেলে এ ফসলের আবাদ আরো বৃদ্ধি করার কথা জানায় কৃষকরা। এ বছর এই এলাকায় বন্যা না হওয়ায় লক্ষ্যমাত্রা পূরণের আশা করছেন কৃষি অফিস। গতকাল রোববার সরেজমিনে ঘুরে দেখা যায়, কোথাও সরিষা ক্ষেতের পরিচর্যা করছেন কৃষক। সরিষার হলদে সমারোহ দেখতে আসছে অনেকেই। বিস্তৃণ চরাঞ্চল জুড়ে শোভাবর্ধন করছে সরিষা ক্ষেত। মৌমাছির আনাগোনায় ভরে উঠেছে সমস্ত মাঠ। চিলমারী দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র ও তিস্তা নদ-নদী অব্যবাহিকায় বেশিরভাগ জমিতে সরিষা রোপন করছে কৃষক। বোরো লাগানোর আগে কম খরচে এ অর্থকরী ফসল আবাদ করে অনেকেই সার্বলম্বী হচ্ছেন। সরকারি প্রনোদনা সহ কৃষি বিভাগের সহযোগিতায় উন্নত বীজ ও প্রযুক্তিতে সরিষার আবাদ বৃদ্ধি করা গেলে আরো বেশি লাভবান হওয়ার প্রত্যাশা চরাঞ্চলের কৃষকের। চিলমারী ইউনিয়নের কৃষক রুহুল আমিন বলেন, এবারে এ অঞ্চলে তেমন একটা বন্যা না হওয়ায় সরিষা ঠিক সময়ে আবাদ করতে পেরে ফলন ভালো হয়েছে। তবে কুয়াশা ও শীতের কারণে কিছু জায়গায় ফলন বেশি একটা ভালোনা। রমনা ইউনিয়নের কৃষক আব্দুল আজিজ বলেন সরিষার বীজের দাম এবারে অনেক বেশি ছিল, বর্তমানে সার ও দিন মজুরের দাম বেশি হওয়ায় হিমশিম খেতে হচ্ছে। সরিষার দাম যদি না পাই তাহলে লোকসানের মধ্যে পরতে হবে। উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস জানায়, চলতি মৌসুমে এ উপজেলায় ১৬ (ষোলো) শত হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। ফলনও ভালো হয়েছে লক্ষ্যমাত্রা অর্জন হওয়ার সম্ভাবনা রয়েছে।