কুড়িগ্রামে থাকার জন্য একটি ঘর চান বিধবা দুলালী

১১ জানুয়ারী ২০২৫, রাত ৮:৫৮ সময়
Share Tweet Pin it

কুড়িগ্রামে থাকার জন্য একটি ঘর চান বিধবা দুলালী

খাবার যোগাড় করতে না পেরে অন্ধপ্রায় ছেলে ও বিধবা মা সাপ্তাহে ৪ দিনই রোজা রাখেন। যে জরাজীর্ণ ভাঙ্গা ঘর আছে তা কখন তাদের মাথার উপর ভেঙ্গে পড়বে রাতে সে চিন্তায় মা-ছেলের রাতে ঘুম আসেনা। এমন সংকটময় অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন অন্ধপ্রায় ছেলে মিজু ও তার মা বিধবা দুলালী বেগম।
কুড়িগ্রামের সরা যতীনেরহাট রেললাইন এলাকায় অন্ধপ্রায় ছেলে মিজু ও তার মা দুলালী বেগম গত ১৫ বছর যাবৎ একটি নড়বড়ে কুড়ে ঘরে বসবাস করে আসছেন।

সহায় সম্বল বলতে কিছুই নেই দুলালী বেগমের। একটি পুরাতন জরাজীর্ণ কুড়ে ঘরে অন্ধ সন্তান নিয়ে জীবণ যাপন করতে হচ্ছে তাদের। ঘরের চারদিকে ময়লা আর্বজনা পচে দূর্গন্ধ ছড়াচ্ছে। ভাঙ্গা ঘরের পাশেই খোলা টয়লেট ও ঝুপড়ি। বিধবা দুলালী বেগমের নেই পানি খাওয়ার টিউবয়েল ও ব্যাবহারযোগ্য ল্যাট্রিন।

জরাজীর্ণ পুরাতন টিনের চালায় পলিথিনের ছাউনি। এই শীতে শো শো করে ঠান্ডা বাতাস ঘরে ঢোকে। শীত নিবারনের জন্য যথেষ্ট গরম কাপড়ও নেই তাদের এছাড়া বৃষ্টি এলেই পুরো ঘর পানিতে সয়লাব হয়ে যায়। ঝড় ও শিলা বৃষ্টিতে জীবন বাঁচাতে অন্যের ঘরে আশ্রয় নিতে হয় দুলালী বেগমের।

দুলালী বেগমের স্বামী মোন্নাফ আলী মারা গেছেন ১০ বছর আগে।
দুলালী বেগম বলেন,আমার ভাঙ্গা ঘরে থাকতে খুব ভয় লাগে। কখন যে গায়ের উপর ভেঙ্গে পড়ে তার ঠিক নেই । তাই আমি সমাজের হৃদয়বান- বিত্তবানদের কাছে অন্ধপ্রায় ছেলেকে নিয়ে থাকার জন্য একটি ঘর চেয়ে আবেদন করছি। আল্লাহর দয়া ও রহমতে কেউ ছোট একটা ঘর কেউ তৈরি করে দিলে আমি সারাজীবন সেই ঘরে নামাজ আদায় করতাম ও তার জন্য দোয়া করতাম।

উল্লেখ্য, স্থানীয় মিস্ত্রির কাছে হিসাব নিয়ে জানা যায় দুলালী বেগমের ঘর তৈরিতে প্রায় ৪০ হাজার টাকার প্রয়োজন।

দুলালী বেগমকে সাহায্য করতে তার ব্যাংক একাউন্ট নম্বর: ২০৫০৭৭৭০২২৪৫৭৪৮২৮ ব্যাংকের নাম: ইসলামী ব্যাংক লি: (এজেন্ট ব্যাংকিং), কুড়িগ্রাম।

দুলালী বেগমের নিজস্ব মোবাইল: ০১৭৯৮৭৮৮৭৪৪। দুলালী