রাজারহাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
কুড়িগ্রামের রাজারহাট নবাগত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুল ইসলামের সঙ্গে প্রেসক্লাব রাজারহাট এর সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে রাজারহাট থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, কোষাধ্যক্ষ আশরাফুল আলম সাজু ও সদস্য শাহজাহান আলী সুজন প্রমূখ। এছাড়া এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নয়ন আলীও নবাগত ওসির সাথে কুশল বিনিময় করেন। নবাগত ওসি আশরাফুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর থানায় ওসি(তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। ৬জানুয়ারী রাজারহাট থানায় তিনি পূর্ণাঙ্গ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করা হয়।