স্কাউটসের সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের মূল্যায়ন অনুষ্ঠিত

৪ জানুয়ারী ২০২৫, বিকাল ৬:১৩ সময়
Share Tweet Pin it

স্কাউটসের সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের মূল্যায়ন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশ স্কাউটসের সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে ২০২৩ ও ২০২৪ সালের সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের লিখিত ও মৌখিক মূল্যায়ন ৪ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়েছে। এ মূল্যায়নের অংশ হিসেবে খুলনা অঞ্চলের আওতাধীন ৩ টি কেন্দ্র আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, পুলেরহাট, যশোর, রায়ান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, শরণখোলা, বাগেরহাট ও কালীগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ, সাতক্ষীরায় সকাল ১০ টা থেকে লিখিত মূল্যায়ন গ্রহণ করা হয়। লিখিত মূল্যায়ন শেষে স্কাউটরা মৌখিক মূল্যায়নে অংশগ্রহণ করে। উল্লেখ্য, বাংলাদেশ স্কাউটসের স্কাউট শাখার প্রোগ্রামের পাশাপাশি সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড সংশ্লিষ্ট বিষয়ে নির্ধারিত কার্যক্রম গ্রহণ ও ব্যাজ অর্জণের পর স্কাউটরা এ মূল্যায়নে অংশগ্রহণের সুযোগ পায়। বাংলাদেশ স্কাউটসের স্কাউটদের জন্য ২য় সর্বোচ্চ এ অ্যাওয়ার্ডের মূল্যায়নে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে ৫৬ জন স্কাউট ও গার্ল ইন স্কাউট অংশগ্রহণ করে।