রংপুরে সিসিসিআই এর কম্বল বিতরণ

৪ জানুয়ারী ২০২৫, দুপুর ২:৬ সময়
Share Tweet Pin it

রংপুরে সিসিসিআই এর কম্বল বিতরণ

৪ জানুয়ারি ২০২৫ইং, রংপুর মহানগরীর রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে দি চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) উদ্যোগে এবং রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই) এর সহযোগিতায় রংপুরের হত দরিদ্র ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে ৫শ’ কম্বল বিতরণ করেন রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোঃ আকবর আলীসহ চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও ডাইরেক্টরবৃন্দ এবং রিলিফ উপ-পরিষদের সদস্যবৃন্দ। চিটাগাং চেম্বার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রংপুরের অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের ভোগান্তি লাঘবের জন্য এসব কম্বল প্রদান করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক ডাম্বেল, রিলিফ ও সম্মাননা প্রদান ব্যবস্থাপনা বিষয়ক উপ-পরিষদ এর আহ্বায়ক ও চেম্বারের পরিচালক মোঃ তাইফুর রহমান, চেম্বারের পরিচালক মোঃ হারুন-অর-রশিদ, মোঃ সাইফুল আলম, মোঃ আলতাফ হোসেন চৌধুরী, হাসান মাহবুব আখতার, মোঃ দেলোয়ার হোসেন রিপন, মোঃ রেজাউল ইসলাম, মোঃ সাবিহুল হক, মোঃ সানোয়ার হোসেন, রিলিফ উপ-পরিষদের সদস্য মমিনুর রহমান লিটন, মোঃ মজিবর রহমান ও চেম্বারের অফিস সচিব ড. মোঃ রেজা-উন-নূর প্রমুখ।