সংস্কার-নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করুন: মজিবুর রহমান মঞ্জু

৪ জানুয়ারী ২০২৫, দুপুর ১০:১ সময়
Share Tweet Pin it

সংস্কার-নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করুন: মজিবুর রহমান মঞ্জু

সংস্কার এবং নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, “সংস্কারের কাজ সংস্কারের লোকেরা করবে। নির্বাচনের কাজ নির্বাচনের লোকেরা করবে। দুটি কাজই আলাদা। তাই এই দুটি কাজ নিয়ে ঝগড়া বন্ধ করে গরিব, মেহনতি, শ্রমিক-জনতা, নির্যাতিত মানুষের দিকেও খেয়াল রাখুন। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা এবি পার্টি আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ হয়। মঞ্জু বলেন, “আগামী এক বছরের মধ্যে সংস্কার, নির্বাচন, খুনিদের গ্রেপ্তার এবং জনগণের সমস্যার সমাধান করতে হবে। একই সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, লোডশেডিং বন্ধ এবং রাস্তা-ঘাট ভাঙাচুরা ঠিক করতে হবে। বাংলাদেশের সংবিধান সংশোধন করে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। এ সময় তিনি আগামী ডিসেম্বর-জানুয়ারিতে সুষ্ঠু নির্বাচন দেওয়ারও আহ্বান জানান।