দিল্লী পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে

৩ জানুয়ারী ২০২৫, রাত ৯:৪০ সময়
Share Tweet Pin it

দিল্লী পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সাংসদ গিয়াস উদ্দীন কাদের চৌধুরী বলেছেন, 'যে ট্রাইব্যুনালে আমার ভাইকে (সালাউদ্দীন কাদের চৌধুরী) জুডিসিয়াল হত্যা করা হয়েছিল সেই ট্রাইব্যুনালে পলাতক শেখ হাসিনার বিচার হচ্ছে। আওয়ামী লীগ মানে ভারত, ভারত মানে আওয়ামী লীগ। দিল্লী সুপরিকল্পিতভাবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। আমার মনে হয়, শেখ হাসিনার কবরস্থানও হবে ভারতে। শুক্রবার (৩ জানুয়ারি) রাউজান ডাবুয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য একথা বলেন তিনি। হিংগলা মুছা শাহ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সাবেক ইউপি সদস্য বিল্লাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহম্মেদ মেম্বার, জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, সাবেক চেয়ারম্যান দিদারুল আলম, প্রবাসী বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইউসুফ তালুকদার, ওহিদুল আকবর রোমান, আজিজুল হক, জেলা যুবদলের মোজাম্মেল হক, ইকবাল চৌধুরী, উপজেলা যুবদল নেতা জানে আলম, সৈয়দ তৌহিদুল আলম, শহীদ চৌধুরী, কামাল মিয়া, কাজী মো. বাদশা, জেলা ছাত্রদল নেতা তসলিম উদ্দিন, জেলা ছাত্রদলের নেতা ছোটন আজম, আরিফুল ইসলাম, শাহাদাত মীর্জা, শাজাহান সাহিল, সাইফুদ্দিন রিবন, মো. আলমগীর, জাহাঙ্গীর আলম মাইকেল। সবাইকে সতর্ক করে ডাবুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আরিফ উদ্দিন ও যুবদল নেতা হেলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় গিয়াস কাদের আরো বলেন, 'রাউজানে কেউ হানা দিলে তাকে বেঁধে রাখতে হবে। কোথাও বিএনপি এবং আমার নাম বিক্রি করে কিছু করতে পারবে না।