আ.লীগ দেশে পৌনে ২ কোটি ভুয়া ভোটার তৈরি করেছে: জামায়াত আমির
৩ জানুয়ারী ২০২৫, রাত ৯:১৩ সময়
আ.লীগ দেশে পৌনে ২ কোটি ভুয়া ভোটার তৈরি করেছে: জামায়াত আমির
প্রধান উপদেষ্টা নির্বাচনের যে দিক-নির্দেশনা দিয়েছেন তা অযৌক্তিক মনে করছে না জামায়াত ইসলাম এমন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশে এখন প্রায় ১১ কোটি ভোটার রয়েছে। বিগত ১৫ বছরে আওয়ামী লীগ পৌনে ২ কোটি ভুয়া ভোটার তৈরি করেছে।
সেগুলো বাদ দিলে ভোটার সংখ্যা কমে আসবে। তবে অনেক তরুণ-তরুণী ভোটার তালিকাভুক্ত হতে পারেনি। তাদের ভোটার করা হলে এ সংখ্যা আরও বাড়বে। এজন্য প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শেষ করতে হবে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নাটোর শহরের জেলা পরিষদ (অনিমা চৌধুরী) মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুধী সমাবেশে চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াত আমির ড. মীর নুরুল ইসলাম।
জামায়াতে ইসলামীর আমির বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি দিক-নির্দেশনা দিয়েছেন। এটাকে জামায়াত অযৌক্তিক মনে করছে না। তবে তাদের আন্তরিকতার পরিচয় দিতে হবে। যে সংস্কার জাতির প্রাণের দাবি, সেখানে মৌলিক বিষয়গুলো সংস্কারে যেন কোনো গড়িমসি না হয়। কোনো ষড়যন্ত্রের কাছে সংস্কার যাতে হারিয়ে না যায়। যাতে গুলিয়ে না যায় এজন্য দৃঢ়ভাবে তাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।