নীলফামারীতে ঠান্ডায় জনজীবনে স্থবিরতা
২ জানুয়ারী ২০২৫, বিকাল ৬:৪৯ সময়
নীলফামারীতে ঠান্ডায় জনজীবনে স্থবিরতা
নীলফামারী জেলায় তীব্র ঠান্ডায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ঘন কুয়াশায় উত্তরাঞ্চলের এ জনপদ ঢাকা পড়েছে। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সৈয়দপুর আবহাওয়া অফিস জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা যদি ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেটাকে ধরা হয় মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা এরচেয়ে কমে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে হয় মাঝারি শৈত্যপ্রবাহ। আর ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে সেটাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটা হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ। তবে শৈত্যপ্রবাহ হিসেবে ধরতে হলে এ তাপমাত্রার স্থায়িত্বকাল অন্তত তিন দিন হতে হবে।
ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে বিমান ওঠা-নামায় বিঘ্ন হচ্ছে। ঘন-কুয়াশা ও হিমেল ঠান্ডায় মানুষ কাবু হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না।