এফ ও এইচ স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

২ জানুয়ারী ২০২৫, বিকাল ৬:৪৬ সময়
Share Tweet Pin it

এফ ও এইচ স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

স্টাফ রিপের্টার ॥ এফ ও এইচ স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। গত ০২রা জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে হিড কর্তৃক পরিচালিত এফ ও এইচ স্কুলে শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরন করা হয়। এসময় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এই নতুন পাঠ্য পুস্তক বিতরন করা হয়। উক্ত পাঠ্যপুস্তক (নতুন বই) বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলন হিড এর ভাইস চেয়ারম্যান এম.এ বারী, সহকারী নির্বাহী পরিচালক মোঃ শরফুদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ এম.এ আউয়াল দাউদ, এফ ও এইচ স্কুল রংপুরের প্রধান শিক্ষক মোছাঃ ফেরদৌস আরা রানী, সহকারী শিক্ষক রওনক সুলতানা, মোনালিসা, রানী আক্তার, আফরোজা সুলতানা, তাবাসসুম নাজ, আয়শা আক্তারসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।