রংপুরের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা

৩০ ডিসেম্বর ২০২৪, বিকাল ৬:২৯ সময়
Share Tweet Pin it

রংপুরের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা

রাজশাহী-বরিশালের পর বিপিএলের ১১তম আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। রংপুরের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। চলতি মাসে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। যা দলটির আত্মবিশ্বাস বাড়িয়েছে। সেই হিসেবে নবাগত ঢাকার জন্য ম্যাচটি বেশ চ্যালেঞ্জিং। ঢাকা ক্যাপিটালস একাদশ লিটন কুমার দাস, তানজিদ হাসান, স্টিভেন এসকেনাজি, হাবিবুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা (অধিনায়ক), আমির হামজা, ফারমানউল্লাহ শাফি, মুকিদুল ইসলাম, আলাউদ্দিন বাবু এবং নাজমুল ইসলাম অপু। রংপুর রাইডার্স একাদশ নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মাহেদী, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম, রকিবুল হাসান, নাহিদ রানা, অ্যালেক্স হেলস , ইফতিখার আহমেদ, স্টিভেন টেলর এবং খুশদিল শাহ।