হিলিতে চেয়ারম্যনের অপসারণের দাবিতে বিক্ষোভ

৩০ ডিসেম্বর ২০২৪, বিকাল ৬:৫৯ সময়
Share Tweet Pin it

হিলিতে চেয়ারম্যনের অপসারণের দাবিতে বিক্ষোভ

দিনাজপুরের হিলিতে ৩ নং আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিলুফা ইয়াসমিনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে এলাকাবাসী জানান, উপজেলার ৩ নং আলিহাট ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও দূর্ণীতির দায়ে বহিস্কৃত প্যানেল চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন তার বহিস্কার আদেশের ওপর হাইকোর্ট থেকে স্থগিত আদেশ নিয়ে এসে স্বপদে বহাল থাকার পাইতারা করছে। এলাকাবসাী আরো জানান, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে সে দলীয় প্রভাব খাটিয়ে ব্যাপক আর্থিক অনিয়ম দূর্ণীতি করেছে। সেই সাথে এলাকাবাসীর ওপর জুলুম নির্যাতন চালিয়েছে। তাই আ.লীগ সরকারের দোসর ও দূর্নিতীবার প্যানেল চেয়ারম্যান যেন আবারও ইউনিয়ন পরিষদে না বসতে পারে তার দাবি জানান। ঘন্টাব্যাপী মানব বন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।