আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের ভলিবল, ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা
২৯ ডিসেম্বর ২০২৪, বিকাল ৭:৫৩ সময়
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের উদ্যোগে আন্তঃজেলা ভলিবল, ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার প্রশিক্ষণ কেন্দ্রে ক্রীড়া প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস এবং রেঞ্জ পরিচালক মহাদয়ের অনুমতিক্রমে প্রতিযোগিতায় উদ্বোধন করেন লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট এস.এম মুজিবুল হক পাভেল। ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঠাঁকুরগাও আনসার -ভিডিপি জেলা দল এবং রানার্সআপ গাইবান্ধা আনসার-ভিডিপি জেলা দল। এসময় উপস্থিত ছিলেন রংপুর আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম। গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী ছাড়াও সার্কেল অ্যাডজুট্যান্ট, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, ব্যাটালিয়ান আনসার এবং আনসার ভিডিপি’র ক্রীড়া প্রতিযোগিতাবৃন্দ। ভলিবল খেলার পরিচালনা করেন মনিটরিং মাঠকর্মী মাহামুদুল ইসলাম উল্লেখ্য ভলিবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ঢাকা আনাসার-ভিডিপির একাডেমি, সফিপুর গাজীপুর খেলায় অংশগ্রহণ করবে বলে সূত্রে প্রকাশ।