স্বৈরাচার শেখ হাসিনা ভারতের বসে গুটি চালছেন: মির্জা আব্বাস

২৮ ডিসেম্বর ২০২৪, বিকাল ৬:৪৭ সময়
Share Tweet Pin it

বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার ঘটনায় ভারতের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের রক্ষা হয় না। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি ভারতের সেবাদাসী। সেখানে বসে গুটি চালছেন। ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী এতে অংশগ্রহণ করেছেন। মির্জা আব্বাস বলেন, বাংলাদেশকে অঙ্গরাজ্যে পরিণত করেছিল ভারত। শেখ হাসিনা চলে গেছে কিন্তু ভারতের মাথাব্যথা কেন? একটার পর একটা ঘটনা ঘটছে? আজকে সচিবালয়ে আগুন! একটা গোষ্ঠী করছে এটা। তিনি বলেন, ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে নৃশংসভাবে আলেমদের হত্যা করা হয়েছে; যা নজিরবিহীন। মির্জা আব্বাস বলেন, বিগত দিনে একটা সময় পার করেছি। আগের মতো নারায়ে তাকবির আর বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান শুনি না। গত ১৬-১৭ বছরে এটি কেউ দিতে পারিনি। কেউ বাসাবাড়িতে স্বাভাবিকভাবে ঘুমাতে পারিনি। ১০৮ মামলা বিদ্যমান। অনেক ইসলামী দলের নেতাদের বিরুদ্ধেও মামলা হয়েছে। আলহামদুলিল্লাহ সেই পরিস্থিতি কেটেছে। এখন নির্বিঘ্নে নারায়ে তাকবির আল্লাহু আকবার স্লোগান দিতে পারি। বিগত দিনে আওয়ামী লীগের আমলে এত আলেম-ওলামা জেল খেটেছেন তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।