নিত্যপণ্যের দাম বেড়েছে ২০ শতাংশ পর্যন্ত

২৭ ডিসেম্বর ২০২৪, দুপুর ১:১৯ সময়
Share Tweet Pin it

বিদায়ী ২০২৪ সালে নিত্যপণ্যের বাজার ছিল অস্থিতিশীল। এ সময় মূল্যস্ফীতির চাপে সবচেয়ে বেশি কেঁদেছে ভোক্তা। বছর ব্যবধানে চাল, সয়াবিন তেল, দেশি পেঁয়াজ, দেশি রসুন, আলু, ডিম ও ব্রয়লার মুরগি কেজিপ্রতি সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে। জানা গেছে, বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর হঠাৎ করেই বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। বেড়ে যায় চাল, আলু, আটা, ডিম, মাংসের দাম। দেশি পেঁয়াজের দাম ১৫০ টাকায় উঠে যায়। ডিমের দাম বেড়ে ডজনপ্রতি ১৮০ টাকায় ওঠে। ২০-৩০ টাকার আলু ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়।সব ধরনের চালের দাম বস্তাপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা বেড়ে যায়। ভোজ্য তেলের সংকট তৈরি করে লিটারে আট টাকা দাম বাড়াতে বাধ্য করে কম্পানিগুলো। মাছ, মুরগিসহ শাক-সবজির দামও অস্বাভাবিক বেড়ে যায়। গত এক বছরের ব্যবধানে চাল, সয়াবিন তেল, দেশি পেঁয়াজ, দেশি রসুন, আলু, ডিম ও ব্রয়লার মুরগি কেজিপ্রতি সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়ে।সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য মতে, গত বছরের ডিসেম্বরের তুলনায় চালের দাম ১২ থেকে ১৫ শতাংশ, সয়াবিন খোলা তেল ৩ থেকে ৫ শতাংশ, পেঁয়াজ ৮ শতাংশ, রসুন কেজিতে ৫ থেকে ১৭ শতাংশ, আলু ১৫ থেকে ২০ শতাংশ, ডিম দাম ৫ থেকে ১১ শতাংশ, ব্রয়লার মুরগি কেজিতে ৩ থেকে ৫ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে।