গাইবান্ধায় নিখোঁজের ২১ দিন অতিবাহিত
২৭ ডিসেম্বর ২০২৪, বিকাল ৭:৩৬ সময়
গাইবান্ধায় নিখোঁজের ২১ দিন অতিবাহিত
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের গোয়াইলবাড়ী গ্রামের প্রবাসী বিপুল মন্ডলের ছেলে রিয়াজুল ইসলাম জিহাদ (২৩) গত ৫ ডিসেম্বর নিখোঁজ হয়।
নিখোঁজ হওয়ার ২১ দিন অতিবাহিত হলেও এখোনো খোঁজ মেলেনি জিহাদের।
এ ঘটনায় নিখোঁজ রিয়াজুল ইসলাম জিহাদের মা মোছা: লাইজু বেগম নিখোঁজ সন্তানের খোঁজ পেতে গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ১৯ ডিসেম্বর সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি ।
সাধারণ ডায়েরি ও পরিবার সুত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর ঢাকায় অবস্থানকারী রিয়াজুল ইসলাম জিহাদের চাচার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় জিহাদ। পথিমধ্যে জিহাদের ব্যবহৃত মোবাইলে কয়েকবার কথা হয় পরিবারের লোকজনের সাথে।
পরে রাত ১১টা ৪৫ মিনিটের পর থেকে তার ব্যবহৃত ০১৩০৭-৭০৫৩৭১ মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায় এবং সে তার চাচার বাসাতেও পৌছায়নি।
এমতাবস্থায় সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করা হলেও এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি রিয়াজুল ইসলাম জিহাদের।
নিখোঁজ রিয়াজুল ইসলাম জিহাদকে খুঁজে বের করতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন নিখোঁজ রিয়াজুল ইসলামের মা লাইজু বেগম।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই পিযুষ চন্দ্র বলেন, নিখোঁজ জিডি পেয়েছি। নিখোঁজ ব্যক্তির মোবাইল নাম্বারটি ট্র্যাকিং এর জন্য ঢাকায় পাঠিয়েছি। আমাদের কাজ চলমান আছে ।