গাইবান্ধার মাসব্যাপী বাণিজ্য মেলার স্থগিতাদেশ হাইকোর্টের
২৭ ডিসেম্বর ২০২৪, বিকাল ৭:৩৪ সময়
গাইবান্ধার স্বাধীনতা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাওয়া মাসব্যাপী কুঠির শিল্প পণ্য ও পাটবস্ত্র মেলা-২০২৫ স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে পাওয়া হাইকোর্টের এক স্থগিতাদেশ পত্র সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বানিজ্য মন্ত্রণালয়ের পরিপত্রের আইন ভঙ্গ করে মেলার আয়োজনের বিরুদ্ধে এক রিট পিটিশন আমলে নিয়ে এই স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এমরান কবির শামীম এই রিট পিটিশন দায়ের করেন।
আগামী ১ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত মাসব্যাপী গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণে এই মেলার আয়োজন চলছিলো।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক পরিপত্রে দেখা যায়, স্থানীয় ব্যবসায়ীদের বৃহত্তর সংগঠন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর অনাপত্তি পত্র সাপেক্ষে মেলার অনুমোদন দেবে জেলা প্রশাসন। কিন্তু সেই আইন আমলে না নিয়ে মনগড়াভাবে আবু তালেব নামের এক ব্যক্তিকে এই অনুমতি দেওয়া হয়। যাতে করে ওই ঐতিহ্যবাহী সংগঠনটি ছাড়াও গাইবান্ধার বড় বড় ব্যবসায়ী সংগঠনের নেতারা হতাশ হন।