রংপুর , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাহারোলে দূর্গাপূজা মন্ডপ কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জামায়াতের ৫ মাসের নিষ্পাপ শিশুকন্যা গলায় ছুরি চালিয়ে হত্যা করল মা ‘তুলসী’ লালমনিরহাটে অটোরিক্সা চালক হত্যার প্রধান আসামী গ্রেফতার পার্বতীপুরে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে নেসকো অফিস ঘেরাও রংপুরে স্বর্ণনারী এ্যাসোসিয়েশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন পীরগাছার সাব রেজিস্ট্রার রাম জীবন কুন্ডুর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত সনাক রংপুর এর এসিজি গঠন র‌্যাব-১৩ এর অভিযানে দিনাজপুরে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ

গাইবান্ধা ও রংপুরে র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৫৭ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশিত : ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ২১৯ বার পাঠ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-১৩ এর পৃথক দুটি অভিযানে ২৫৭ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে দিনাজপুর, রংপুর ও বগুড়ার বাসিন্দারা গ্রেপ্তার হন।

র‍্যাব সূত্রে জানা গেছে, প্রথম অভিযানটি চালানো হয় গত ২৮ জুলাই ২০২৫ ইং তারিখে বিকেল ৪টা ৪৫ মিনিটে। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন খলসী এলাকার মেসার্স মৌসুমী ফিলিং স্টেশনের সামনে একটি চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধার একটি আভিযানিক দল। এ সময় ট্রাভেল ব্যাগে লুকিয়ে রাখা ৮০ বোতল ফেন্সিডিলসহ মোঃ ফজলুর রহমান (৪৫), পিতা-আব্দুল বাছেদ, গ্রাম-আকরগ্রাম, থানা-বিরল, জেলা-দিনাজপুর—কে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে একই দিন রাত ৯টা ৩০ মিনিটে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন কামাল কাচনা এলাকার মায়াময়ী সড়কের রোড নম্বর-৩ এর একটি বাড়ির সামনে অভিযান চালায় র‍্যাব-১৩ এর ব্যাটালিয়ন সদর দফতরের আরেকটি দল। সেখানে আমিনুল ইসলামের বাড়ির সামনে অবস্থান করা দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে দুইটি ব্যাগে রাখা ১৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১। মোঃ মারুফ হোসেন (৩০), পিতা-আব্দুল জব্বার, ঠিকানা-নিউ জুম্মাপাড়া, হাজির খামার, রংপুর সদর।
২। মোছাঃ রেহেনা বেগম (৪০), স্বামী-আব্দুর রহিম, পিতা-মোচিম মন্ডল, ঠিকানা-মন্ডলপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৩ জানায়, “বাংলাদেশ আমার অহংকার”—এই মূলমন্ত্রকে ধারণ করে তারা মাদকবিরোধী অভিযানে নিয়মিতভাবেই কাজ করে যাচ্ছে, এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

About Author Information

জনপ্রিয়

কাহারোলে দূর্গাপূজা মন্ডপ কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা ও রংপুরে র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৫৭ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত : ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-১৩ এর পৃথক দুটি অভিযানে ২৫৭ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে দিনাজপুর, রংপুর ও বগুড়ার বাসিন্দারা গ্রেপ্তার হন।

র‍্যাব সূত্রে জানা গেছে, প্রথম অভিযানটি চালানো হয় গত ২৮ জুলাই ২০২৫ ইং তারিখে বিকেল ৪টা ৪৫ মিনিটে। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন খলসী এলাকার মেসার্স মৌসুমী ফিলিং স্টেশনের সামনে একটি চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধার একটি আভিযানিক দল। এ সময় ট্রাভেল ব্যাগে লুকিয়ে রাখা ৮০ বোতল ফেন্সিডিলসহ মোঃ ফজলুর রহমান (৪৫), পিতা-আব্দুল বাছেদ, গ্রাম-আকরগ্রাম, থানা-বিরল, জেলা-দিনাজপুর—কে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে একই দিন রাত ৯টা ৩০ মিনিটে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন কামাল কাচনা এলাকার মায়াময়ী সড়কের রোড নম্বর-৩ এর একটি বাড়ির সামনে অভিযান চালায় র‍্যাব-১৩ এর ব্যাটালিয়ন সদর দফতরের আরেকটি দল। সেখানে আমিনুল ইসলামের বাড়ির সামনে অবস্থান করা দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে দুইটি ব্যাগে রাখা ১৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১। মোঃ মারুফ হোসেন (৩০), পিতা-আব্দুল জব্বার, ঠিকানা-নিউ জুম্মাপাড়া, হাজির খামার, রংপুর সদর।
২। মোছাঃ রেহেনা বেগম (৪০), স্বামী-আব্দুর রহিম, পিতা-মোচিম মন্ডল, ঠিকানা-মন্ডলপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৩ জানায়, “বাংলাদেশ আমার অহংকার”—এই মূলমন্ত্রকে ধারণ করে তারা মাদকবিরোধী অভিযানে নিয়মিতভাবেই কাজ করে যাচ্ছে, এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।