রংপুর, ১৪ নভেম্বর ২০২৫
সুশাসনের জন্য নাগরিক—সুজন এর রংপুর জেলা ও মহানগর কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা গতকাল শুক্রবার রংপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা, সংগঠনকে তৃণমূলের সঙ্গে যুক্ত করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সভায় গঠিত ৮ সদস্যের সাবজেক্ট কমিটির সুপারিশ অনুযায়ী রংপুর মহানগর কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে অভিজ্ঞ, পেশাজীবী ও তরুণদের সম্পৃক্ততা সুজনের সংগঠন কাঠামোকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন সভায় উপস্থিত অতিথিরা।
ঘোষিত মহানগর কমিটি: উপদেষ্টা: বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান অ্যাডভোকেট খাইরুল ইসলাম বাপ্পী সারথী রাণী সাহা সভাপতি: অ্যাডভোকেট মোঃ জোবাইদুল ইসলাম (বুলেট) সহ-সভাপতি: মাহফুজ এলাহি খসরু রুমানা জামান অ্যাডভোকেট আব্দুল মোকছেত বাহলুল সাধারণ সম্পাদক: সাজ্জাদ হায়দার স্বাধীন যুগ্ম সাধারণ সম্পাদক: বেলাল আহমেদ লায়লা আরজুমান্দ বানু পাপ্পু সাংগঠনিক সম্পাদক: অ্যাডভোকেট মাহে আলম সহ-সাংগঠনিক সম্পাদক: শাহ সুফী মোঃ আবু সাঈদ কোষাধ্যক্ষ:ইফসানা তাসমিন তৃপ্তি সাংস্কৃতিক সম্পাদক: জিন্নাতুন নাহার প্রচার ও প্রকাশনা সম্পাদক: ফরহাদুজ্জামান ফারুক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক:নুজহাত শাখী দপ্তর সম্পাদক: মশিহার রহমান সেমিনার বিষয়ক সম্পাদক: জিনাত জাকিয়াতুর রায়হান মলি সদস্য: রেজাউল করিম জীবন,খালিদ হোসেন মামুন,অ্যাডভোকেট মোস্তফা জামান দোলন, রুবাইয়া সুলতানা,গোলাম মোস্তফা, অ্যাডভোকেট ফেরদৌস কবীর.হাদীউজ্জামান (হাদী) নুশরাত খানম উপমা, সেরাজুল হক
তাছলিমা আক্তার।
সভায় বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার রক্ষায় সুজন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটি রংপুর মহানগরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Reporter Name 



















