রংপুরে উলামায়ে কেরাম এর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের নেতা ওয়াসিফ গং এর নির্দেশে গভীর রাতে ঘুমন্ত ও তাহাজ্জুদরত তাবলীগের শুরায়ী নিযামের সাথীদের উপর হামলাকারী পথভ্রষ্ট সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করা এবং টঙ্গী হত্যাকান্ডে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রংপুর নগরীর সদর হাসপাতালের সামনে উলামায়ে কেরাম,শুরায়ী নেযামের সাথী ও সর্বস্তরের তাওহীদি জনতার ব্যবস্থাপনায় এতে নেতৃত্বদেন মাওলানা ইদ্রিস আলী ও মাওলানা ইউনুস আলী। পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি গেটে এসে শেষ হয়।