1. [email protected] : Live Rangpur :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন

লালমনিরহাটে হুমকি ধমকি দিয়েই শেষ সময়ের নির্বাচন

  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১১৪ Time View

হুমকি ধমকি দিয়েই শেষ সময়ের নির্বাচন, নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
লালমনিরহাট প্রতিনিধি :
নির্বাচনী দিন যত ঘনিয়ে আসছে, নির্বাচনী উত্তেজনা হুমকি ধমকি ততোই বাড়ছে । লালমনিরহাটের-১ আসন হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার ২০’টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এই আসনে মোট ৩ লক্ষ ২০ হাজার ভোট রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও নৌকা মার্কার প্রার্থী মোতাহার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিক মার্কার আতাউর রহমান প্রধান এর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাই মনে করে স্থানীয় ভোটাররা। এছাড়াও অন্য প্রার্থীদের মধ্যে রয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মোমবাতি মার্কার আজম আজহার, বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল জাসদের মশাল প্রতিক নিয়ে হাবিব মোঃ ফারক, ডামী (স্বতন্ত্র) প্রার্থী, কে এম আমজাদ হোসেন তাজু সহ মোট মোট ৫ জন প্রার্থী। এদের মধ্যে ৩ প্রার্থীকে প্রচার প্রচারণায় নির্বাচনী মাঠে দেখা না গেলেও তাদের মাইক ও পোষ্টার দেখা যাচ্ছে মাঝে মধ্যে। তবে মাঠ গরম গরছেন নৌকা ও ঈগল মার্কার প্রার্থীর সমর্থকরা। ইতোমধ্যে দুই পক্ষের গরম বক্তব্য হুমকি ধমকি হামলা মামলা ভাংচুর নৌকা প্রতিক পুরিয়ে ফেলা সহ বিভিন্ন ভাবে উত্তেজনার মধ্যে বেশ জমে উঠেছে নির্বাচনী মাঠ। প্রশাসনকে দেখে নেওয়ার হুমকি স্বতন্ত্র প্রার্থীকে নিজ এলাকায় নির্বাচনী অফিস করতে বাঁধা ও অফিস ভাংচুরের অভিযোগে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক শ্যামলকে নির্বাচনী অনুসন্ধানী কমিটি যুগ্ন- জেলা ও দায়রা জজ দুইবার কারন দর্শানো নোটিশ দিয়েছেন। তবে বড়ধরনের কোন দুর্ঘটনা না ঘটলেও সংঘর্ষ ও আঘাত প্রতিঘাত হওয়ার আশংকা রয়েছে এ আসনটিতে। হাতীবান্ধা পাটগ্রাম আসনে নৌকা প্রার্থী তৃনমুল থেকে উঠে আসা মাঠের নেতা হিসেবে পরিচিত বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম পি, ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে উন্নয়নের কমতি রাখেননি এলাকায় তিনি। তারপরও এবারের ভোট যুদ্ধে প্রশাসনের নিরপেক্ষ কঠোর হস্তক্ষেপ ও শক্তিশালী স্বতন্ত্র প্রাার্থী ঈগল প্রতিকের আতাউর রহমান প্রধান থাকায় তাকে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। তবে কয়েকদিনের তুলনায় নৌকার ভোট অনেকটা বাড়ছে বলে মনে করেন অনেকে।
স্থানীয় ভোটারদের হিসাব নিকাশ বিভিন্ন ভোট জরিপে অনেকে মনে করছেন এই আসনে মোতাহার হোসেন একজন প্রবীণ রাজনিতীবিদ ও স্বতন্ত্র প্রার্থী রুপালী ও প্রবাশী কল্যাণ ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

সুমন খান / (লালমনিরহাট)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]