1. [email protected] : Live Rangpur :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

আলু চাষীদের সাথে এফএওর সংলাপ অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৯৪ Time View
আলু চাষীদের সাথে এফএওর সংলাপ অনুষ্ঠিত
আলু চাষীদের সাথে এফএওর সংলাপ অনুষ্ঠিত
আলু চাষীদের সাথে এফএওর সংলাপ অনুষ্ঠিত।।
রংপুর ব্যুরো।।
উত্তরাঞ্চলের আলু চাষীদের সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার ১৮ নভেম্বর দুপুরে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় ওই সংলাপ অনুষ্ঠিত হয়।
এফএওর কৃষকদের সংগঠন সারা বাংলা কৃষক সোসাইটির সমন্বয়ে অনুষ্ঠিত সংলাপে জানানো হয়,অন্যান্য বছরের মতো এবারও জাতিসংঘের খাদ্য ও ‍কৃষি সংস্থা (এফএও) এবং সারা বাংলা কৃষক সোসাইটির সমন্বয়ে আলুর মূল্য সংযোজন ধারার (ভ্যালু চেইন) উন্নয়নে অংশীজনের সাথে মৌসুম পূর্ববর্তী সংলাপ শুরু করেছে। এ বছর ঠাকুরগাঁও সদর উপজেলায় নারগুন ৪টি আলু উৎপাদনকারী দলের প্রায় চার শতাধিক আলু উৎপাদনকারি সংলাপে অংশগ্রহণ করেন।
আলুর মূল্য সংযোজন ধারার মূখ্য অংশীজন – বাংলাদেশ আলু রপ্তানীকারক সমিতির প্রতিনিধি, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁও, উপ-পরিচালক, উদ্ভিদ সঙ্গনিরোধ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রকল্প পরিচালক, আলু বীজ উৎপাদন প্রকল্প, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, সাধারণ সম্পাদক, সারা বাংলা কৃষক সোসাইটি  এবং এফএও’র জ্যেষ্ঠ্য উপদেষ্টা সংলাপে বক্তব্য রাখেন। বক্তারা কিভাবে ঠাকুরগাঁও এ রপ্তানী উপযোগী আলু উৎপাদন সম্প্রসারণ, বিদেশী ক্রেতা কর্তৃক নির্ধারিত জাত, গুণমান, উত্তম কৃষি চর্চার সম্প্রসারণ, ইত্যাদি বিষয় নিয়ে আলু উৎপাদনকারিদের সাথে দিনভর আলোচনা করেন।সভায় আরো জানানো হয়, ঠাকুরগাঁও সদর উপজেলা যদিও বাংলোদেশের সর্ববৃহৎ আলু উৎপাদনকারি ক্লাষ্টার তার পরেও ওখানের কৃষকরা
এখনও দুই-তিনটি প্রচলিত জাতেই অভ্যস্থ। সেখানে কিভারে আরো উন্নত জাতের আলুর উৎপাদন বাড়ানো সম্ভব সে বিষয়ে আলোচনা করা হয়েছে। তবে সংলাপে অংশগ্রহণকারি বক্তাগণ নিজ নিজ প্রতিষ্ঠান হতে কিভাবে উন্নত জাতের আলুসহ এই চারটি আলু উৎপাদনকারি সমবায়কে বাণিজ্যিক ও রপ্তানীযোগ্য আলু চাষে উত্তম কৃষি চর্চা মেনে মানসম্পন্ন আলু চাষ করে জীবনমান উন্নয়ন করতে পারেন সে বিষয়ে দিক-নির্দেশনা দিয়েছেন। এগ্রোনমী এক্সপোর্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক বেগম সালমা সংলাপে অংশগ্রহণকারি আলু উৎপাদনকারিদের উৎসাহ দিয়ে বলে, ”নারগুনের মানসম্পন্ন আলুর সবটুকুই আমরা রপ্তানী করতে আগ্রহী”।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]