1. [email protected] : Live Rangpur :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:২৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় বৈদ্যুতিক খুঁটি ট্রলিতে তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৬১ Time View
গাইবান্ধায় বৈদ্যুতিক খুঁটি ট্রলিতে তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু
গাইবান্ধায় বৈদ্যুতিক খুঁটি ট্রলিতে তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক খুঁটি ট্রলিতে তুলতে গিয়ে মাথায় পড়ে আবু তাহের মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী তেঁতুলতলা মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে।

নিহত আবু তাহের মিয়া রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার একবারপুর গ্রামের পূর্বপাড়ার তালেব মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তাহের মিয়া পল্লী বিদ্যুতের মেসার্স রুবেল ঠিকাদারী প্রতিষ্ঠানের একজন শ্রমিক। বিকালে তেঁতুলতলা মোড়ে তাহের মিয়াসহ অন্য শ্রমিকরা বৈদ্যুতিক লাইন সংযোগের জন্য খুঁটি বসানোর কাজ করছিলেন। এসময় একটি বৈদ্যুতিক খুঁটি ট্রলিতে তুলতে গিয়ে দড়ি ছিঁড়ে তাহের মিয়ার মাথায় পড়ে যায়। এতে তাহের মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়। পরে তার সঙ্গে থাকা শ্রমিকরা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com