1. [email protected] : Live Rangpur :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

গাইবান্ধায় বিএসটিআই-এর মোবাইল কোর্ট লাখ টাকা জরিমানা কারখানা সীলগালা

  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২৪৬ Time View
গাইবান্ধায় বিএসটিআই-এর মোবাইল কোর্ট লাখ টাকা জরিমানা কারখানা সীলগালা
গাইবান্ধায় বিএসটিআই-এর মোবাইল কোর্ট লাখ টাকা জরিমানা কারখানা সীলগালা

গাইবান্ধায় বিএসটিআই-এর মোবাইল কোর্ট লাখ টাকা জরিমানা কারখানা সীলগালা

জেলা প্রশাসন, গাইবান্ধা এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ০১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।উক্ত ভ্রাম্যমান আদালতে-বিএসটিআই’র গুনগত মান সনদ গ্রহণ ছাড়াই একই কারখানায় ২টি প্রতিষ্ঠানের নামে ২টি ব্রান্ডের অনুমোদনবিহীন মশার কয়েল, উৎপাদন, বিক্রয়-বিতরণ করায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫(১) ও ২১ ধারা মোতাবেক মেসার্স ফারকো কেমিক্যাল (ব্রান্ড- ফারকো)/মেসার্স হ্যাভেন ইন্টারন্যাশনাল (ব্রান্ড- বীমা বাংলা), দিঘিরহাট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা প্রতিষ্টানকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং কারখানা সীলগালা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এস এম আব্দুল্লাহ-বিন-শফিক, সহকারী কমিশনার (ভ‚মি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। প্রসিকিউটিং অফিসার হিসেবে ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর কর্মকর্তা প্রকৌ. জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম), খন্দকার মোঃ জামিনুর রহমান ও  মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি)। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]