1. [email protected] : Live Rangpur :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:১২ অপরাহ্ন

ডিসেম্বরের মধ্যে আ.লীগের জাতীয় সম্মেলন: শেখ হাসিনা

  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ২৯৯ Time View
ডিসেম্বরের মধ্যে আ.লীগের জাতীয় সম্মেলন: শেখ হাসিনা
ডিসেম্বরের মধ্যে আ.লীগের জাতীয় সম্মেলন: শেখ হাসিনা

ডিসেম্বরের মধ্যে আ.লীগের জাতীয় সম্মেলন: শেখ হাসিনা-আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমরা আমাদের দলের সম্মেলনও করবো। করোনার কারণে আমরা অনেক কাজই করতে পারিনি। আট বিভাগের জন্য আমরা আটটা টিম করে দিয়েছি। সমগ্র বাংলাদেশ যারা সফর করছে এবং সম্মেলনগুলো করছে।‘এই সম্মেলনগুলো আমরা তৃণমূল থেকে করে আসছি। যাতে আমাদের সংগঠনটা শক্তিশালী হয় এবং আমাদের জাতীয় সম্মেলনও আমাদের আশা আছে আমরা হয়তো ডিসেম্বরের মধ্যে সেটা করবো। তারও প্রস্তুতি আমাদের নিতে হবে।উপদেষ্টা পরিষদের সদস্যদের দলের ‘থিঙ্ক ট্যাঙ্ক’ আখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনারা আমাদের উপদেষ্টা পরিষদ। আপনারাই অ্যাকচুয়ালি আমাদের থিংক ট্যাঙ্ক। আপনারা বিভিন্ন বিষয় ভিত্তিক আমাদের উপ কমিটি, আপনারা চেয়ারপারসন এখানে। আপনারা আমাদের পরামর্শ দেবেন।আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘সম্মেলন করার আগে আমাদের অনেকগুলো কাজ থাকে। আমরা গঠনতন্ত্র বিষয়ে একটা কমিটি করি, আমাদের দলীয় মেনিফেস্টো যেটা হয়, ঘোষণাপত্র তার জন্য আমরা একটা কমিটি করি। আর এর মাধ্যমেই কিন্তু আমাদের আগামী দিনের পরিকল্পনাটা অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের উন্নয়নটা কি করবো সেই পরিকল্পনার যে একটা কাঠামো সেটাও কিন্তু এখানেই আমরা করে থাকি। সেই বিষয়ে আপনাদেরও পরামর্শ চাই। আমরা আশা করি আপনারাও এই বিষয়টা দেখবেন।সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা।

বিদ্যুৎ বিল বকেয়া থাকলে লাইন কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর

যাদের বিদ্যুৎ বিল বড় ধরনের বকেয়া রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান ও গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করতে বলেছেন তিনি।আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দীর্ঘ দুই বছরের বেশি সময় পর বুধবার সশরীরে বৈঠকে অংশ নেন তিনি।বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী সরকারি-বেসরকারি যেই হোক না কেন বিদ্যুৎ বিল যে বা যেই প্রতিষ্ঠান বকেয়া রাখবে তাদের বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এমনকি নোটিশ প্রদানের পরও যদি বিদ্যুৎ বিল পরিশোধ না করে তবে তাদের বিদ্যুৎ সংযোগ কর্তনেরও নির্দেশ দিয়েছেন তিনি।তিনি বলেন, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কম্পানি লিমিটেড (নেসকো) ২০২৪ সালের জুনের মধ্যে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্প বাস্তবায়ন করবে। রাজশাহী ও রংপুর বিভাগের ১৪টি জেলার অধীনে ৩৩টি উপজেলায় এবং দুই সিটি করপোরেশন এলাকায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।মান্নান আরো বলেন, প্রধানমন্ত্রী ধাপে ধাপে দেশের সবগুলো স্থলবন্দরকে আধুনিকায়ন করতে নৌ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ২৪টি স্থলবন্দর রয়েছে। সবগুলো স্থলবন্দরে আধুনিক সরঞ্জামাদি ও পদ্ধতি স্থাপন করা হবে, যাতে সরকার আরো ভালো সেবা প্রদান করতে পারে।পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারের বর্তমান পরিকল্পনা হচ্ছে নতুন রাস্তা নির্মাণের পরিবর্তে বিদ্যমান সড়কগুলোর সংস্কার ও সেগুলো উন্নয়ন করা। প্রধানমন্ত্রী কোনো অবকাঠামো নির্মাণের আগে পরিবেশ, নদী, খাল ও বনাঞ্চল সংরক্ষণের দিকে লক্ষ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।মান্নান বলেন, প্রধানমন্ত্রী নিজস্ব তহবিলে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন, সেই অভিজ্ঞতার কথা বলেন। দেশবাসীর কাছ থেকে তিনি পূর্ণ সমর্থন ও সহযোগিতা পেয়েছেন বলেই আওয়ামী লীগ সরকার নিজস্ব অর্থায়নে এমন একটি বিরাট অবকাঠামো নির্মাণ করতে পেরেছে।আগামী ১৫ থেকে ২১ জুন শুরু হতে যাওয়া দেশের ষষ্ঠ আদমশুমারি (পপুলেশন ও হাউজিং সেন্সাস) সফল করার জন্য পরিকল্পনামন্ত্রী দেশবাসীর সহায়তা কামনা করেন।ডিসেম্বরের মধ্যে আ.লীগের জাতীয় সম্মেলন: শেখ হাসিনা

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]