1. [email protected] : Live Rangpur :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৩ পূর্বাহ্ন

নীলফামারীতে ঈদুল আযহার জামাত সকাল ৮টায়

  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৭৭ Time View
নীলফামারীতে ঈদুল আযহার জামাত সকাল ৮টায়
নীলফামারীতে ঈদুল আযহার জামাত সকাল ৮টায়

নীলফামারী: নীলফামারীতে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ঈদগায় জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়।এখানে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ঈদের নামাজ আদায় করার কথা রয়েছে।

এর আগে সকাল ৭টা ৪৫ মিনিটে পুলিশ লাইন ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে। এখানে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঈদের নামাজ আদায় করবেন। সকাল ৮টা ১৫ মিনিটে জামাত হবে সার্কিট হাউস ঈদগা মাঠে। সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে কুখাপাড়া ঈদগাহ মাঠে।

এছাড়া বাড়ইপাড়া নতুন জামে মসজিদ ঈদগাহ মাঠে ৮টা ১৫ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে। কলেজ স্টেশন ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে ৮টা ৩০ মিনিটে। গাছবাড়ি পঞ্চপুকুরপাড়া ঈদগাহ মাঠে সকাল ৮টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুন্সিপাড়া আহলে হাদিস মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আবহাওয়া অনুকূলে না থাকলে সংশ্লিষ্ট এলাকার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com