1. [email protected] : Live Rangpur :
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন

বাল্যবিবাহ সংক্রান্ত তথ্যপ্রদানের আহ্বান লালমনিরহাট ডিসির

  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৫৯০ Time View
বাল্যবিবাহ সংক্রান্ত তথ্যপ্রদানের আহ্বান লালমনিরহাট ডিসির
বাল্যবিবাহ সংক্রান্ত তথ্যপ্রদানের আহ্বান লালমনিরহাট ডিসির

বাল্যবিবাহ সংক্রান্ত তথ্যপ্রদানের আহ্বান লালমনিরহাট জেলা প্রশাসকের-রণজিৎ দাস ॥

বাল্যবিবাহ প্রতিরোধে হোয়াটস এ্যাপ-এ বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি নামক গ্রুপে যুক্ত

হতে এবং বাল্যবিবাহ সংক্রান্ত তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য আহ্বান

জানিয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোঃ আবু জাফর। গতকাল হাতীবান্ধা

উপজেলায় ফকিরপাড়া এবং বড়খাতা ইউনিয়নে প্ল্যান ইন্টার ন্যাশনাল কর্তৃক

পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা হোয়াটস এ্যাপ-এ বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি নামে একটি

গ্রুপ গঠন করেছি। আমি অনুরোধ করছি এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য এবং বাল্যবিবাহ

সংক্রান্ত তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। তিনি আরো বলেন, প্ল্যান

ইন্টার ন্যাশনাল বাংলাদেশ বিগত ২০ বছরে হাতীবান্ধার উন্নয়নের জন্য অনেক

উন্ন্য়নমূলক কার্যক্রম করেছে বিশেষ করে বাল্যবিবাহ বন্ধ এবং জন্ম নিবন্ধন

নিশ্চিতকরণের ক্ষেত্রে। ইউনিয়ন পরিষদ, যুব ফোরাম ও শিশু কল্যান বোর্ড

এবং এলাকার জনগণকে এই কাজের ধারাবাহিকতা ধরে রাখার জন্য অনেক

দায়িত্ব নিয়ে কাজ করতে হবে; এলাকার জনগনকে সচেতন করতে হবে।

এছাড়াও সেবা পাওয়ার জন্য ৩৩৩ ফোন করার জন্য পরামর্শ দেন।

জেলা প্রশাসক হাতীবান্ধা উপজেলায় প্ল্যান ইন্টার ন্যাশনাল কর্তৃক

পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকৃত

কাজের মধ্যে উল্লেখযোগ্য কাজ হলো যুব ফোরামের সদস্যদের সাথে

আলোচনা, বন্ধু শিশুর মায়েদের সাথে প্রকল্প থেকে প্রাপ্ত আর্থিক সহযোগিতা

এবং উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম থেকে প্রাপ্ত সহযোগিতা নিয়ে আলোচনা।

জেলা প্রশাসকের পরিদর্শনের উল্লেখযোগ্য বিষয় ছিল মেধাবী ছাত্রী ও প্ল্যান

ইন্টার ন্যাশনাল বাংলাদেশ এর গ্র্যাজুয়েট বন্ধু শিশু- আমিনার মেডিকেল

কলেজে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য প্ল্যান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ

কর্তৃক প্রদানকৃত ল্যাপটপ হস্তান্তর। জেলা প্রশাসক তার পরিদর্শনকালে

আমিনাকে সেই ল্যাপটপ হস্তান্তর করেন এবং আমিনার মেডিকেলে

পড়ালেখা চলমান রাখার ব্যাপারে আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য যে,

ইতিপূর্বে জেলা প্রশাসক আমিনার মেডিকেল কলেজে ভর্তির ব্যাপারে

২০,০০০ টাকার চেক প্রদান করেছেন। এছাড়াও প্ল্যান ইন্টার ন্যাশনাল

বাংলাদেশ এর কর্মকর্তাবৃন্দ আমিনার মেডিকেল কলেজে ভর্তি ও পড়ালেখার

ব্যাপারে ৩৬,৫০০.০০ টাকা প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত

ছিলেন প্ল্যান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ এর এ্যাসিসট্যান্ট স্পন্সরশীপ

ম্যানেজার হাসিনুল কবির। এছাড়া উপস্থিত ছিলেন বড়খাতা ও ফকিরপাড়া

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয় এবং অন্যান্য সদস্যবৃন্দ, যুব ফোরামের

সদস্যবৃন্দ. অভিভাবক, কিশোর-কিশোরী, স্থানীয়জনগণ, প্ল্যান ইন্টার

ন্যাশনাল বাংলাদেশ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সহযোগি সংস্থা ইএসডিও

এবং ইউএসএস এর কর্মকর্তাবৃন্দ।

বাল্যবিবাহ সংক্রান্ত তথ্যপ্রদানের আহ্বান লালমনিরহাট জেলা প্রশাসকের

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]