রংপুরে বর্ণাঢ্য আয়োজনে ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন

মাহফুজ আলম প্রিন্স,রংপুর

৭ মে ২০২৫, দুপুর ১১:৩৫ সময়
Share Tweet Pin it
[রংপুরে বর্ণাঢ্য আয়োজনে ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন]

সারাদেশের মতো নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরেও উদযাপিত হয়েছে ইঞ্জিনিয়ার্স ডে। এ উপলক্ষে মঙ্গলবার (তারিখ উল্লেখ করুন) নগরীর ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) রংপুর কেন্দ্রের স্থায়ী কার্যালয়ে আয়োজিত হয় বিভিন্ন কর্মসূচি।

দিবসটির সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলন, শপথ গ্রহণ, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে। আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার সুরুজ মিয়া। শপথ বাক্য পাঠ করান গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাকিউল আলম।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আইইবি ভবনে ফিরে আসে। র‌্যালি শেষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সুরুজ মিয়া বলেন, "দেশপ্রেমের অনির্বাণ চেতনাকে ধারণ করে সততা ও নিষ্ঠার সাথে দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করতে হবে আমাদের প্রতিটি প্রকৌশলীকে। উন্নত বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম।"

অনুষ্ঠানে আইইবি রংপুর কেন্দ্রের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।