রংপুরে বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাহফুজ আলম প্রিন্স রংপুর 

৭ মে ২০২৫, দুপুর ২:৫১ সময়
Share Tweet Pin it
[রংপুরে বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত]


রংপুরের সু-পরিচিতজন, রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন’র রোগ মুক্তি কামনায় রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট কমান্ড রংপুরের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উক্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিলো।
দোয়া মাহফিলে রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মনজুরুল ইসলামের সভাপতিত্বে রংপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক শাহজাহান প্রামানিক, রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী আতিয়ার রহমান, রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সদরুল আলমসহ জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের শুরুতে বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দোয়া পরিচালনা করেন নবাবগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান।
উল্লেখ্য- বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন দীর্ঘদিন হতে বারডেম হাসপাতালে চিকিৎসা নিয়ে (সেখানে একটি অপারেশন করা হয়) বর্তমানে তিনি ডেলটা ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকে তিনি টিউমার অপসারণের জন্য রেডিয়েশন থেরাপি ও কেমো থেরাপি নিচ্ছেন।