ভারত পানিকে যুদ্ধাস্ত্র বানিয়েছে ৫৪টি নদীর পানি বন্ধ করে প্রমাণ করেছে, তারা শান্তি চায় না: রংপুরে মির্জা আব্বাস

৪ মে ২০২৫, বিকাল ৭:৪১ সময়
Share Tweet Pin it
[ভারত পানিকে যুদ্ধাস্ত্র বানিয়েছে ৫৪টি নদীর পানি বন্ধ করে প্রমাণ করেছে, তারা শান্তি চায় না: রংপুরে মির্জা আব্বাস]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন,পানি কখনোই মারণাস্ত্র হতে পারে না, যুদ্ধের অস্ত্রও হতে পারে না। কিন্তু একমাত্র ভারতই বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা পানি যুদ্ধের অস্ত্র মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে।

রোববার বিকেলে রংপুর নগরীর শাপলা চত্বরে অনুষ্ঠিত তিস্তা চুক্তি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আয়োজিত গণপদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আমরা ভারতের কাছে কিছু চাই না, আমরা আমাদের ন্যায্য হিস্যার পানি চাই। আজ না হোক, কাল দিতে হবে। আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। পূর্ববর্তী সরকার ভারতের সঙ্গে এই হিসাব-নিকাশ করেনি, কারণ তারা সরকারে থাকার ইচ্ছায় ভারতকে চাপে ফেলেনি।

তিনি আরও বলেন, আমাদের কাছে ভারতের অনেক কিছু রয়েছেমংলা পোর্ট, চট্টগ্রাম পোর্ট সব হিসাব করতে হবে। হিসাব করার সময় এসেছে। আমাদের তিস্তার পানি চাই, ফারাক্কার পানি চাই। দেশের যেখানে পানি দরকার, সেখানে তা দিতে হবে।

গণপদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দরা।