রংপুরে বিএনপির ৩১ দফা নিয়ে প্রশিক্ষন কর্মশালা

২৩ এপ্রিল ২০২৫, দুপুর ২:২১ সময়
Share Tweet Pin it
[রংপুরে বিএনপির ৩১ দফা নিয়ে প্রশিক্ষন কর্মশালা]

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন,দেশনায়ক তারেক রহমান তৃণমুল থেকে বিএনপি কে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কে শক্তিশালী করেছে জনগনের ক্ষমতা জনগন কে দিতে হবে। জনগন তার সকল ক্ষমতা বর্তমানেও যেমন আদায় করেছে ভবিষ্যতেও তেমন আদায় করবে।বিএনপি জনগনের সাথে থেকে দেশের জন্য কাজ করবে। আগামী নির্বাচনে কোনো ব্যপ্ত্যয় ঘটানো যাবে না। আগামী বাংলাদেশ হবে দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশ।ফ্যাসিষ্ট খুনি হাসিনা খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলো। জেলখানায় তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল ফ্যাসিষ্ট হাসিনা।বুধবার দুপুরে রংপুর জেলা ও মহানগর বিএনপির আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিএনপির দিনব্যাপি রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃক্তির লক্ষে প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলে তিনি। এসময় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সোশাল মিডিয়ায় নিজেদের এক্টিভিটি বাড়াতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন,প্রকৃত ভোটের অধিকার আমরা এখনো আদায় করতে পারি নাই। এখনো কিন্তু আমরা একতা জবাবদিহিতামুলক সরকার গঠন করতে পারি নাই। এখনো বাংলাদেশ অনির্বাচিত অন্তবর্তীন সরকারের হাতে আছে। সুতারাং যতদিন পর্যন্ত না একটি সঠিক সুস্থ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে আনতে না পারবো ততোদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম এই লড়াই অব্যাহত থাকবে। প্রশিক্ষণ কর্মশালায় রংপুর জেলা ও মহানগরের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেনপরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখবেন।