কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ এর ১০ দফার দাবিতে বগুড়া টু পঞ্চগড় লং মার্চ

মাহফুজ আলম প্রিন্স,রংপুর

২০ এপ্রিল ২০২৫, দুপুর ২:৬ সময়
Share Tweet Pin it
[কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ এর ১০ দফার দাবিতে বগুড়া টু পঞ্চগড় লং মার্চ]

যে কৃষক যোগায় ক্ষুধায় অন্ন,সে কৃষক আজ কেনো বিপন্ন এই শ্লোগানে কৃষকদের দাবি আদায়ে রংপুরে কৃষক ঐক্য পরিষদের পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বগুড়া থেকে শুরু হওয়া ৪র্থ দিনে লং মার্চটি রংপুরের প্রবেশদ্বার মর্ডান হয়ে নগরীর প্রেসক্লাবের সামনে পথ সভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন,সংগঠনের সভাপতি মনিরুজ্জামান,যুগ্ম আহ্বায়ক শামীম হাসানসহ অন্যান্যরা।পরে পঞ্চগড়ের উদ্দেশ্য যাত্রা শুরু করে দলের নেতাকর্মীরা।