বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৮ এপ্রিল ২০২৫, দুপুর ১১:১৫ সময়
Share Tweet Pin it
[বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু]

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসিবুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে কোনো বক্তব্য বা কথা বলতে রাজি হয়নি বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি)। 

গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে বাংলাদেশের বিজিবি ও পুলিশের নিকট মরদেহ হস্তান্তর করে ভারতীয় বিএসএফ ও পুলিশ। গভীর রাতেই জানাযা ও দাফন সম্পূর্ণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (১৬ এপ্রিল) বিএসএফের গুলিতে ওই যুবকের মৃত্যু হয়।