স্টাফ রিপোটার ॥ এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রংপুর সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ হারুন অর রশিদ এর বড় ভাই মামুনুর রশিদ বাবু গত মঙ্গলবার সকালে নগরীর জাহাজ কোম্পানী মোড়স্থ মোস্তফা সুপার মার্কেটে কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্না ...... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬০) বছর। এ সময় তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর মরহুমের নামাজে জানাযা রংপুর রেল স্টেশন চত্ত্বরে অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজে জানাযায় নগরীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী, কর্মচারীসহ বিভিন্ন পেশা মানুষ অংশ গ্রহণ করেন। পরে রেল স্টেশন কবরস্থানে মরহুমের দাফনকার্য্য সু-সম্পন্ন করা হয়।