রংপুর মহানগরীতে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান

২৪ মার্চ ২০২৫, বিকাল ৭:৫৯ সময়
Share Tweet Pin it
[রংপুর মহানগরীতে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান]

পবিত্র মাহে  উপলক্ষ্যে রংপুর মহানগরীর সিটি বাজার সংলগ্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত করা হয়। উক্ত মোবাইল কোর্টে: মেসার্স মুসলিম সুইটস এন্ড দধি ভান্ডার, ভাঙ্গা মসজিদ সংলগ্ন, স্টেশন রোড, রংপুর নামক প্রতিষ্ঠানকে প্যাকেটসহ মিষ্টি ও দই পণ্য পরিমাপ করে বিক্রয় করার অপরাধে 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮' এর ২৯/৪৬ ধারা অনুসারে ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, উক্ত অভিযানে সরেজমিনে ভোক্তাকে ৫০০ গ্রাম মিষ্টিতে প্যাকেটের ওজন ৩০ গ্রাম সহ পরিমাপ করে বিক্রি করার সময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানের সেলসম্যানকে বাধা দেন এবং সঠিক ওজন প্রদানে নির্দেশ প্রদান করেন। একইসাথে, বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর কতৃক "ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" এর ২৪ ধারা মোতাবেক প্যাকেট/ মোড়কের ওজন বাদ দিয়ে মিষ্টি ও দই পণ্য পরিমাপ করার জন্য একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেয়া হয়।

উক্ত মোবাইল কোর্ট জনাব প্রত্যয় হাশেম, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, রংপুর-এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর-এর কর্মকর্তা মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ নাসির উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।