রংপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালন
৮ মার্চ ২০২৫, রাত ১০:২১ সময়
৮ মার্চ ২০২৫, রংপুর : আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, রংপুরের আয়োজনে এবং রংপুরের বিভিন্ন বেসরকারি সংগঠনের সহযোগিতায় ও অংশগ্রহণে দিবসটি পালন করা হয়। অন্যান্য সংগঠনের মতো সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুর উক্ত আয়োজনে সম্পৃক্ত হয় এবং আলোচনা সভার পূর্বে একটি সংক্ষিপ্ত মানববন্ধনের আয়োজন করে।
এ বছর ‘‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’’- এই প্রতিপাদ্য সামনে রেখে সকলের অংশগ্রহণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মজিদ আলী, রংপুরের পলিশ সুপার মো: আবু সাইম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক রংপুরের সদস্য সামসাদ বেগম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রুমানা জামানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি মুঞ্জুশ্রী সাহা, ডা: সমর্পিতা তানিয়া, সারথী রানী সাহা, মেজবাহুন নাহার, শিল্পী শিকদার, একেএম জাহেদুল ইসলাম ও তরুণী শিক্ষার্থী মাইশা জাহান প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রংপুরের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছা: সেলোয়ারা বেগম।
সভায় বক্তরা নারী অধিকার প্রতিষ্ঠায় পারিবারিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, ধর্মীয় মূল্যবোধ প্রয়োগ, নারীর প্রতি নির্যাতনকারীদের দ্রæত আইনের আওতায় আনা ও বিচার নিশ্চিত করা, পিতৃতান্তিক মানসিকতার পরিবর্তন, বাল্য বিবাহ প্রতিরোধ ও নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের প্রতি নির্যতনের বিচার করাসহ বিভিন্ন দাবী তুলে ধরে সকলকে সচেতন হওয়ার আহŸান জানান। প্রধান অতিথি নারী ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিতে বিভিন্ন ইতিবাচক দিকগুলো উল্লেখ করে এগুলো প্রচারের পরামর্শ দেন এবং মানসিকতার পরিবর্তনের পাশাপাশি নেতিবাচক দিকগুলো প্রতিরোধে সকলের নিজ নিজ দায়িত্ব পালনের প্রতি গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং এ তিনটি বিষয় বন্ধ করতে পারলেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে উল্লেখ করে এ বিষয়ে সকলকে এগিয়ে আশার আহŸান জানান। উল্লেখ্য আলোচনা শেষে এগারো জন দু:স্থ ও অসহায় প্রশিণার্থী নারীদের সেলাই মেশিন বিতরণ প্রদান করা হয়।
উক্ত আয়োজনে টিআইবি’র দিবস উপলক্ষে প্রকাশিত ধারণাপত্র বিতরণ করা হয় এবং সভা দাবীগুলো উপস্থাপন করা হয়। আলোচনা সভার পূর্বে সনাক এর উদ্যোগে একটি সংক্ষিপ্ত মানববন্ধনের আয়োজন করে। সভায় সরকারি-বেসরকারি প্রায় বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও সদসগণ সক্রিয় অংশগ্রহণ করেন।