৬ মার্চ দুপুরে রংপুর জেলা ডিবি'র পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ তাজেদার আলম ফারুকী'র নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ভবদীশ চন্দ্র দাশ সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৩নং পায়রাবন্দ ইউপিস্থ বৈরাগীগঞ্জ গ্রামস্থ রংপুর টু ঢাকাগামী মহাসড়কের পূর্বপার্শ্বে মেসার্স অহেদুজ্জামান ট্রেডার্স এর সামনে অভিযুক্ত মোঃ দুলু মিয়া (৪৩), পিতা- মৃত সাহেব আলী মন্ডল, সাং- তাজহাট, ডাক-আলমনগর, থানা- আরপিএমপি, রংপুর, জেলা- রংপুরকে আটক পূর্বক বিধি মোতাবেক দেহ তল্লাশি করে তার হাতে থাকা চায়ের প্যাকেটের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত ০২টি বায়ুরোধক নীল রংয়ের প্লাস্টিকের প্যাকেটের ভিতর ৩০০ (তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন। অতঃপর অভিযুক্তকে গ্রেফতার করে জব্দকৃত মালামালসহ থানায় এসে মামলার এজাহার দায়ের করেন। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।