রংপুরে যৌথ অভিযানে অবৈধ দু'টি ইট ভাটার দেড় লক্ষ টাকা জরিমানা

৬ মার্চ ২০২৫, দুপুর ৪:৯ সময়
Share Tweet Pin it
[রংপুরে যৌথ অভিযানে অবৈধ দু'টি ইট ভাটার দেড় লক্ষ টাকা জরিমানা]

রংপুর জেলা প্রশাসক কার্যালয় ও রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সোনি ব্রিকস পোডাক্টশন লাইন ভেঙ্গে দেওয়া সহ  এক লক্ষ  টাককা ও  রংপুর ব্রিকসে ৫০ হাজার টাকা জরিমানা করেন রংপুর জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।
৫ ই মার্চ ২০২৫ খ্রিঃ রোজ মঙ্গলবার বিকাল ২:২১ ঘটিকায়  রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল ফয়সাল এর নির্দেশনায় রংপুর জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ও রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচলনা করেন । উক্ত মোবাইল কোর্ট পরিচলনায় রংপুর জেলাধীন সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের অবৈধ ভাবে পরিচালিত হওয়ায় পালিচড়া কাগজি পাড়া গ্রামে অবস্থিত সোনি ব্রিকস এর একটা পোডাক্টশন  লাইনন ভেঙ্গে ফেলা সহ ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং একই সাথে একই ইউনিয়নের জানকী ধাপের হাট বোলতায় অবস্থিত রংপুর ব্রিকস নামে অন্য আরেকটি ইটভাটার বৈধতা না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রংপুর জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম গণমাধ্যমকে বলেন, আপনারা ভাল করে জানেন যে হাই কোর্ট থেকে আমাদের একটা নিদের্শনা এসেছে। অবৈধ লাইসেন্স বিহিন যত ইট ভাটা আছে। যে গুলোর কার্যক্রম যেন আমরা একেবারি বন্ধ করে দেই। সেই নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল ফয়সাল স্যারের নির্দেশনা মোতাবেক আমরা এই অভিযান পরিচালনা করছি। সমগ্রহ রংপুর জেলা সহ মেট্রোপলিটন এলাকায় আমরা সকল ইউএনও, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,এ্যাসিলান্ডগণ সহ সকলেই অভিযান পরিচলানা করছি। তিনি আরো বলেন, আমি আজ রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের রংপুর ব্রিকসের বৈধ্যতা না থাকায় যারা মোসলেকা দিয়েছে যে তারা আর পোডাক্টশন করবে না মর্মে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করেছি। এবং একই সাথে সোনি ব্রিকসের পোডাক্টশন লাইন ভেঙ্গে দিয়েছি এবং ১ লক্ষ টাকা জরিমানা করেছি।