বেরোবিতে ছাত্রীদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাহফুজ আলম প্রিন্স,রংপুর

৫ মার্চ ২০২৫, রাত ১০:১৯ সময়
Share Tweet Pin it
[বেরোবিতে ছাত্রীদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত]

পবিত্র মাহে রমজান উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে প্রশাসনের উদ্যোগে ছাত্রী, নারী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৫ মার্চ, ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ ফেলানী হল সংলগ্ন মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য। এসময় তিনি বলেন, প্রথম রোজায় ছাত্র, শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ইফতার আয়োজনের পর চতুর্থ রমজানে ছাত্রীদের সঙ্গে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। উপাচার্য বলেন, শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মজীবনে সফল হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখবে। বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়কে দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে এক সঙ্গে কাজ করার আহবান জানান তিনি।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বেরোবি শহীদ ফেলানী হলের প্রভোস্ট ড. মোছাঃ সিফাত রুমানা, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্র্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব রকিব উদ্দিন আহাম্মেদ।